ঝাড়খণ্ড লোকতান্তিক ক্রান্তিকারি মোর্চা(jlkm) দলের পুরুলিয়া জেলার জয়পুরের ফরেস্টমোড় গোবিন্দ মাহাতো স্টেডিয়ামে দলের প্রথম সভা।সভায় দলের সুপ্রিম তথা বিধায়ক জয়রাম মাহাতো বক্তব্য শুনতে হাজার হাজার মানুষের সমাগম আজ রবিবার। সভা শেষে সন্ধ্যা ৬টা নাগাদ প্রতিক্রিয়া দিলেন জয়রাম মাহাতো।