ভরতপুর ১: বন্ধুত্বের ফাঁদে চুরি! উদ্ধার সোনা, শ্রীঘরে ভরতপুরের ঋত্বিক
ভরতপুরে বন্ধুত্বের আড়ালে চুরির নাটক। হোসেন শেখের দোকান থেকে সোনা চুরি করে পালিয়েছিল ঋত্বিক শেখ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জেরায় ভেঙে পড়ে অভিযুক্ত, উদ্ধার হয় চুরি যাওয়া সোনার চেন ও আংটি। বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।