সবং: সবংয়ের খরপরা এলাকায় মা বাবাকে কুপিয়ে খুন,গ্রেফতার ছেলে
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের খরপরা এলাকায় বাবা মাকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হলো ছেলে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াই এলাকায়। গতকাল রাতে এই ঘটনা ঘটার পর শনিবার সকালে এলাকাবাসী ওই যুবকের মা-বাবাকে রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখে।কিন্তু ছেলেকে আশেপাশে কোথাও দেখতে পাইনি এলাকাবাসী। সবং থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায়। অপরদিকে শনিবার বিকেলে ওই যুবককে গ্রেফতার করে সবং থানার পুলিশ।