পূর্বস্থলী ১: CCTV ফুটেজ দেখে দাস্তিপাড়ায় ট্রাক্টারের ডালা চুরির রহস্য উন্মোচন, গ্রেপ্তার মূল অভিযুক্ত, উদ্ধার ট্রাক্টরের ডালা
মাত্র কয়েক দিনের মধ্যেই চুরি যাওয়া একটি ট্রাক্টরের ডালা উদ্ধার করে এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করল তারা। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের দাস্তিপাড়া এলাকায়।জানা গেছে, মন্তেশ্বর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম তাঁর ট্রাক্টরের ডালাটি দাস্তিপাড়ার রাস্তার ধারে রেখে গিয়েছিলেন। গত ৯ অক্টোবর রাতে সেই ডালাটি চুরি হয়ে যায়।