হাড়োয়া: 'আমাদের পাড়া,আমাদের সমাধান' ক্যাম্পে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে,হাড়োয়ায় বললেন BDO অতনু ঘোষ
আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ হাড়োয়া এলাকায় বললেন হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ, তিনি আরো জানান হাড়োয়া ব্লকে মোট ৬৪ টি আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হবে।আগষ্ট মাসের ২ তারিখ থেকে ক্যাম্প শুরু হয়েছে,সম্পাত্ত হবে নভেম্বর মাসের ৩ তারিখ। বিস্তারিত কি বললেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ শুনুন।