গোপীবল্লভপুর ১: ২৪ শে সেপ্টেম্বর SDO ও DFO অফিসে ডেপুটেশন কর্মসূচি সফল করতে পাথরচাকড়িতে বৈঠক করল ভারত জাকাত মাঝি পারগানা মহল
আগামী ২৪ শে সেপ্টেম্বর ঝাড়গ্রাম এসডিও এবং ডিএফও অফিসে গণ ডেপুটেশন সফল করতে গোপীবল্লভপুরের পাথরচাকড়িতে প্রস্তুতি বৈঠক করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। এদিন সংগঠনের গোপীবল্লভপুর ৫ নম্বর পীড়ের পক্ষ থেকে হয় এই বৈঠক।পাথরচাকড়ি পীড়ের মাঝি বাবা ও মাঝি হপনদের পাশাপাশি দুখিয়া চাঁদ হেমব্রম সহ স্থানীয় মাঝি বাবাদের উপস্থিততে হয় বৈঠক। বৈঠকে আগামী ২৪ শে সেপ্টেম্বর এর কর্মসূচির বিষয়ে আলোচনা হয়।