সিউড়ি ১: ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী অনিন্দ্য সিংহ
Suri 1, Birbhum | Sep 21, 2025 রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক সিউড়িতে এসে আইনজীবী অনিন্দ্য সিংহ সঙ্গে একাধিকবার আইনি পরামর্শ নেন। সেই বিষয়েই সমস্তটাই জানালেন সিউড়ি আদালতের আইনজীবী অনিন্দ্য সিংহ। পাশাপাশি ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের মামলা থেকে সরে দাঁড়ালেন অনিন্দ্য সিংহ সে বিষয়টিও তিনি জানিয়েছেন এদিন।।