মঙ্গলকোট: বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের মঙ্গলকোটের শিমুলিয়া চটি এলাকা থেকে তুলে দেওয়া হল একাধিক স্পীড ব্রেকার, পরিদর্শনে বিধায়ক
বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের মঙ্গলকোটের শিমুলিয়া চটি এলাকায় ছিল প্রায় ৩৩টি স্পীড ব্রেকার। এতে ওই সড়কপথ দিয়ে চলাচল করতে গিয়ে নাভিশ্বাস অবস্থা হয়ে ওঠে এলাকাবাসীর। অবশেষে সেই সমস্যার শুক্রবার নিরসন হল। যাতায়াতের সুবিধার্থে এবং দুর্ঘটনা এড়াতে অপেক্ষাকৃত কয়েকটি নীচু স্পীড ব্রেকার তৈরি করে, বাকি উঁচু স্পীড ব্রেকার গুলি তুলে দেওয়া হয়। এদিন আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ সেই কাজ পরিদর্শন করেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী।