ভাতার: সারা ভারত কৃষক সভার 38 তম রাজ্য সম্মেলন আগামী ৭ই নভেম্বর বর্ধমান এ, তারই সমর্থনে ভাতার ব্লকে মোটরসাইকেল র্যালি বামেদের
সারা ভারত কৃষক সভার 38 তম রাজ্য সম্মেলন আগামী ৭ই নভেম্বর বর্ধমান এ, তারই সমর্থনে ভাতার ব্লক জুড়ে মোটরসাইকেল র্যালি করল বাম কর্মী সমর্থকরা । কর্মসূচি চলল বৃহস্পতিবার ছয়টা পর্যন্ত। আগামী ৭ নভেম্বর থেকে নয়ই নভেম্বর সারা ভারত কৃষক সভার ৩৮ তম রাজ্য সম্মেলন বর্ধমান শহরে অনুষ্ঠিত হবে। তারই সমর্থনে ভাতার ব্লকের বাম কর্মী সমর্থকরা বাইক র্যালি করল।