মুরারই ১: রাজগ্রামের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পূজা
আজ 17 ই সেপ্টেম্বর বুধবার। আজ 17 সেপ্টেম্বর বুধবার সারা দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। এদিন বুধবার সকাল থেকে মুরারই এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায়,পাথর কলকারখানা, হার্ডওয়ার দোকান, সহ লরির চালকরা বিশ্বকর্মা পুজোতে মেতে উঠেন। এদিন সকাল থেকে লরিতে,দোকানে ফুল সাজিয়ে শুরু করে বিশ্বকর্মা পুজো। পাশাপাশি পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হয়।এদিন সকাল নাগাদ সেই চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম এলাকায়