ঝাড়গ্রাম: ‘উন্নয়ন পাঁচালি’ প্রচারে ঝাড়গ্রাম শহরে তৃণমূলের বাইক–টোটো র্যালি
রাজ্য সরকারের গৌরবউজ্জ্বল পনেরো বছরের উন্নয়নযাত্রা ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে বাইক ও টোটো র্যালির আয়োজন করা হয়। ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস ও ঝাড়গ্রাম শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি ‘উন্নয়ন পাঁচালি’ প্রচারের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয়। র্যালিটি ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি ময়দান থেকে শুরু হয়ে জামদা হরি মন্দির পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে।