জয়নগর ২: মৎস্যজীবীদের ব্যক্তিগত পারমিশন পত্র বনদপ্তর গ্রহণ না করার জন্য চলছে ধর্না
দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের ব্যবস্থাপনায় কুলতলী মৈপিঠ কোষ্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরীর শীতলা মন্দির প্রাঙ্গণে চলছে সপ্তম দিনের ধর্না, দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরাম। সুন্দরবনের মৎস্যজীবী তথা কুলতলী বিট লাগোয়া মৎস্যজীবীদের ব্যক্তিগত পারমিশন পত্র কুলতলী বনদপ্তর গ্রহণ না করার জন্য মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে চলছে ধর্না । এ নিয়ে জেলা সভাপতি কি বার্তা দিলেন শুনুন তারই মুখ থেকে।