সালানপুর: চিত্তরঞ্জন ৬এর পল্লীর দুর্গাপূজার থিম একটি গাছ একটি প্রাণ
চিত্তরঞ্জন ৬এর পল্লীর দুর্গাপূজার থিম একটি গাছ একটি প্রাণ বাংলা ঝারখন্ড সীমানা আসানসোলের চিত্তরঞ্জনে দুর্গা পুজোর থিম 'একটি গাছ একটি প্রাণ' রেল শহর চিত্তরঞ্জনের ৬ এর পল্লির পুজোর এবারে বিশেষ আকর্ষণ। যেভাবে পৃথিবীর কোলে উষ্ণয়ান বাড়ছে সেই কথা মাথায় রেখে এই থিমের আয়োজন। প্রায় ৬ মাস ধরে গাছ ফলানোর প্রস্তুতি করা হয়। 21 প্রজাতির গাছ দিয়ে বানানো হইছে এই মন্ডপ শুধু মন্ডপ নয় মা দুর্গার প্রতিমাতেও ব্যবহার করা হয়েছে নানান বাহারি গাছ দিয়ে প্রায় ৮ হাজার পিস গ