দার্জিলিং-পালবাজার: UPSC পরীক্ষায় 52 নম্বর রেঙ্ক করায় দার্জিলিঙে অখিল ভারতীয় মহিলা সম্মেলনের কার্যালয় জয়শ্রী প্রধানকে সম্বর্ধনা জানান হল
UPSC পরীক্ষায় গোটা দেশে ৫২ নম্বর রেঙ্ক করে সুনাম অর্জন করেছে দার্জিলিংয়ের মেয়ে জয়শ্রী প্রধান। সোমবার বিকেল চারটে নাগাদ দার্জিলিংয়ে অখিল ভারতীয় মহিলা সম্মেলনের পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে জয়শ্রী প্রধানকে সংবর্ধনা জানানো হলো। যেদিন সংগঠনের তরফে বলা হয় তার এই ফলাফল গোর্খা জনজাতির মুখ উজ্জ্বল করেছে।