গোসাবা: সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে সাপের কামড়ে আহত মৎসজীবীকে ভর্তি করা হলো ক্যানিং মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার রাতে
সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে সাপের কামড়ে আহত মৎসজীবীকে ভর্তি করা হলো ক্যানিং মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার রাত ১১-৪৫মিনিটে। দক্ষিণ ২৪পরগনার গোসাবা ব্লকের সুন্দরবনের জঙ্গলে হলদি বাড়ি কাছে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে গুরুতর আহত হন কুলতলীর কাঁটা মাড়ির বাসিন্দা তথা মৎসজীবি বিশু সর্দার।তাঁর বাম চোখের কাছে সাপে কামড় দেয়। তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা সঙ্গে সঙ্গে তাঁকে বন দফতরের একটি বোটে চেপে তাঁকে নিয়ে প্রথমে জয়নগর হাসপাতালে নিয়ে আসে।