গোসাবা: বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কুমিরমারীতে, ১২২নং বুথের তৃণমূলের নেতৃত্ব কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক উপ প্রধান
আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কুমিরমারীতে, কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের ১২২নং বুথের তৃণমূলের নেতৃত্ব কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন কুমিরমারী GP উপ প্রধান দেবাশীষ মন্ডল সহ অঞ্চল তৃনমূল নেতৃত্বরা।।মূলত ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই বুথের প্রত্যেকটি মানুষকে তৃনমূল মুখী করতে দলীয় নেতৃত্ব কর্মীদের কি হবে করণীয় সেই বিষয় নিয়ে বৈঠক থেকে আলোচনা করা হয়।