গোপীবল্লভপুর ১: অভিনব উপায়ে খোদ্দা পরিবারের মেযের দশম জন্মদিন উপলক্ষে ভট্টগোপালপুর স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তিথিভোজন অনুষ্ঠানের আয়োজন
অভিনব উপায়ে মেয়ের দশম জন্মদিন পালন করলেন জগন্নাথপুর গ্রামের বাসিন্দা খোদ্দা দম্পতি। জগন্নাথপুর গ্রামের বাসিন্দা অভিজিৎ খোদ্দা ও তাঁর স্ত্রী মধুমিতা খোদ্দা তাদের মেয়ে অঙ্কুরীর দশম জন্মদিনের আনন্দ মেয়ের স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য স্কুলে তিথি ভোজনের ব্যবস্থা করলেন।এদিন খোদ্দা দম্পতির উদ্যোগে গোপীবল্লভপুর পূর্ব চক্রের অন্তর্গত ভট্টগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাতে দেওয়া হল বাড়তি পুষ্টিগুন সম্পন্ন খাবার