হাড়োয়া: পায়রাগাছা FP স্কুলে অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প ও দুয়ারে সরকার শিবির
হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাগাছা এফ পি স্কুলে শনিবার সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত অনুষ্ঠিত হয় আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প এবং দশম পর্যায়ের দুয়ারে সরকার শিবির।শালিপুর পঞ্চায়েতের ২৩,২৪,ও ২৫ এই তিনটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা,বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার,শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদৌসি খাতুন বিবি