গঙ্গাজলঘাটি: কলগোড়া গ্রামের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পর পিছনে ধাক্কা মারে, ফলে গুরুতর আহত মালিয়ার গ্রামে দীনেশ বাউরি
আবারও বড়সড় দুর্ঘটনা ঘটলো ঘটে গেলো গঙ্গাজল ঘাটি ব্লকের কলগোড়া গ্রামের কাছে। আজ আনুমানিক সাড়ে ছোটা নগদ দুর্লভপুর বড়জোড়া সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পর পিছনে সজোরে ধাক্কা মারে বাইক আরোহী। আহত ব্যক্তির নামে দিনেস বাউরি বাড়ি মালিয়ার গ্রামে।