মঙ্গলকোট: টোটোর রেজিস্ট্রেশনের ডেডলাইন বেঁধে দিয়েছে রাজ্য সরকার, অতিসত্বর রেজিস্ট্রেশন করানোর পরামর্শ দিলেন মঙ্গলকোটের বিধায়ক
আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশনের ডেডলাইন বেঁধে দিয়েছে রাজ্য সরকার। সেইমতো এনিয়ে শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ মঙ্গলকোট ব্লক অফিসে একটি বিশেষ বৈঠক করা হল। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী, ব্লকের বিডিও অনামিত্র সোম, পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ সহ অনান্যরা। প্রসঙ্গত, রাজ্য তথা জেলায় দিন দিন বেড়ে চলেছে অবৈধ টোটোর সংখ্যা। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এলাকায় এলাকায়।