দেগঙ্গা: দেগঙ্গার নিয়াজিসপুরে ৩৫ লাখ টাকা ব্যয়ে কমিউনিটি হল উদ্বোধন করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
সাংসদ তহবিল থেকে 35 লাখ টাকা ব্যয়ে কমিউনিটি হল এবং তিন লাখ-৯০ হাজার টাকা ব্যয়ে একটি কংক্রিটের রাস্তা এদিন উদ্বোধন করলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই উপলক্ষে বুধবার বিকেল তিনটে নাগাদ দেগঙ্গা ব্লকের নিয়াজিসপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্লক প্রশাসন। শেষ হয় সন্ধ্যা ছয়টা নাগাদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার মফিদুল হক সাহাজি, রিঙ্কু সাহাজি, চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী, জেলা পরিষদের সদস্য ঊষা দাস,