গোঘাট ২: গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় রেল জট কাটাতে পরিদর্শন করলেন পূর্ব রেল দপ্তরের আধিকারিকরা।
রেল জট কাটাতে গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় পরিদর্শন করলেন পূর্ব রেল দপ্তরের আধিকারিকরা। এ বিষয়ে রেল দপ্তরের এক আধিকারিক জানায় সাধারণ মানুষদের বোঝাতে হবে জল নিকাশের জন্য কতটা ব্রিজ হবে তার ছবি এঁকে দেখাতে হবে।রেল জট কাটাতে সময়ের অপেক্ষা।