ধর্মনগর রেল স্টেশন রোড এলাকায় বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এক মহিলাকে আটক করা হয়। ধৃত মহিলা কমলাসাগর দেবিপুরের বাসিন্দা হলেও বর্তমানে তিনি আগরতলার চন্দ্রপুর এলাকায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ৩৭ বছর বয়সি শুক্লা দেবনাথের কাছ থেকে বিপুল পরিমাণ—মোট ১৯৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা। ঘটনার পরই ধৃতক