পুরুলিয়া ১: কাড়ামারা গ্রামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে গলায় আঘাত করার অপরাধে গ্রেপ্তার ,ধৃতকে কোর্টে পেশ করল পুলিশ
গত ১৬ ,৯,২৫ তারিখে টামনা থানার অন্তর্গত কাড়ামারা গ্রামে লমেশ্বর মান্ডি নামে এক ব্যক্তিকে তার বাড়িতে ঢুকে ছুরি দিয়ে গলায় আঘাত করার অপরাধে গতকালকে কাড়া মারা গ্রাম থেকে শিবু সরেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টামনা থানার পুলিশ । গত ১৭/৯/২৫ তারিখেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিবু সরেনের নামে লমেশ্বর মান্ডির স্ত্রী বৈশাখী মান্ডি , সেই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং এদিন দুপুরে ধৃতকে কোটে তোলা হয় । ধৃত ব্যক্তির নাম শিবু সরেন।