হাসনাবাদ: চুরির ঘটনায় জামবেরিয়া এলাকায় এক ব্যক্তিকে আটক করলো পুলিশ
গত কাল হাসনাবাদ এর জামবেরিয়া এলাকায় একটি দোকান থেকে থেকে চুরি হয়ে যায় ২৯হাজার টাকা ও কিছু সামগ্রী। এই ঘটনার পর হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। এই ঘটনার তদন্তে নেমে আজ সোমবার রাত ৮টা নাগাদ জামবেরিয়া এলাকা থেকে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখে এক ব্যক্তিকে পুলিশ আটক করল জিজ্ঞাসাবাদের জন্য। চুরির ঘটনায় যুক্ত আছে কিনা তারই তদন্ত করছে পুলিশ। তদন্তের জন্য নাম প্রকাশ করেনি পুলিশ।