লংথরাই ভ্যালি: লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালে রক্তদান ও স্বাস্থ্য শিবিরকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন
লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালে রক্তদান ও স্বাস্থ্য শিবিরকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন জনস্বার্থে এক গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালে একটি বিশেষ রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরটির মূল উদ্দেশ্য হলো স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে জীবন রক্ষাকারী কাজে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা।