সিউড়ি ১: চিকিৎসকের ভুলে মৃত্যু হয়েছে রোগীর, মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ পরিবারের লোকজনের
Suri 1, Birbhum | Sep 22, 2025 সোমবার দিন সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমের সামনে মেন রাস্তার ওপর মৃতদেহ রেখে বিক্ষোভ পরিবারের লোকজনের। পরিবারের অভিযোগ চিকিৎসকের ভুল চিকিৎসা করার ফলে মৃত্যু হয়েছে তাদের রোগীর। এরপরে এই পরিবারের লোকজন সিউড়ির সেই বেসরকারি নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ পৌঁছে বিষয়টিকে নিয়ে আলোচনায় বসেছে।