ধনিয়াখালি: বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিল কয়েকশ মানুষ ধনিয়াখালি গুড়াপ এলাকায়
বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিল কয়েকশ মানুষ ধনিয়াখালি গুড়াপ এলাকায়। আজ শুক্রবার রাত আটটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় এদিন ধনিয়াখালি বিধানসভার গুরাপ অঞ্চলের অন্তর্গত 41 নম্বর বালিদাহ ভূতের সুরজিৎ বাগ ও মৌসুমী বাগের নেতৃত্বে ১৫ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিধায়কের হাত,