উদয়পুর: উদয়পুর কিল্লা এলাকায় প্রত্যন্ত উপজাতি এলাকা নিত্য বাজার এইচ ডব্লিউ সি হলে অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য শিবির
Udaipur, Gomati | Sep 25, 2025 উদয়পুর কিল্লা এলাকায় প্রত্যন্ত উপজাতি এলাকা নিত্য বাজার এইচ ডব্লিউ সি হলে অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য শিবির।উদ্দ্যেগতা গোমতী জেলা স্বাস্থ্য দপ্তর ও আই এম এ এিপুরা শাখা। উপস্থিত ছিলেন গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং,আই এম এর ডাক্তার পরম কর, ডাক্তার নরেন্দ্র চন্দ্র দাস, শিশু বিশেষজ্ঞ ডাঃ গোপা বি চ্যাটার্জি, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অমর কান্তি চাকমা সহ অস্থি,নাক- কান- গলা সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা।