বর্ধমান ১: বর্ধমানের কার্জন গেট এলাকার বিধায়ক সহায়তা কেন্দ্রে হটাৎই আগুন,ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
বর্ধমানের কার্জন গেট এলাকায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্রে রবিবার বেলা ১১ দিকে হটাৎই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে অফিসের বিদ্যুত সংযোগকারী জয়েন্ট বক্সে। এরপর আগুনের ধোঁয়া ভরে যায় বিল্ডিং এ,আতঙ্কে অফিসের দোতলায় অনেকেই আটকে যায়। তারপর এক এক করে সকলেই নেমে আসেন। ঘটনাস্থলে দমকলের দু'টি এঞ্জিন পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বিধায়ক সহায়তা কেন্দ্রে নৃত্য উৎসবের পাস দেওয়া হচ্ছিল।