এস আই আর এর নাম করে ওটিপি চাইলে দেবেন না.বাঁকুড়ার সোনামুখী বি জে হাইস্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের সচেতনতার বার্তা, ভরসা জাগাল সমগ্র বাংলার মানুষজনের মনে.সোনামুখী। রাজ্যের কন্যাশ্রী প্রকল্প বহু মেয়ের জীবনে আলো দেখিয়েছে। সেই আলো এবার আরও অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে এগিয়ে এল সোনামুখী বি জে হাইস্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা। নিজেদের সাফল্য, স্বপ্ন ও শিক্ষার গুরুত্বকে সামনে রেখে তারা গোটা বাংলা জুড়ে পাঠাল এক শক্তির বার্তা।