ভরতপুর ১: আবারও প্রাণ কাড়ল বাঁশের সেতু! ভরতপুরে ময়ূরাক্ষীতে স্নান করতে গিয়ে নিঁখোজ এক বালক
ময়ূরাক্ষীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৮ বছরের বালক। প্রাণের ঝুঁকি নিয়ে পারাপারের সেই পুরনো চিত্র ফের সামনে এল। ভরসা সেই নড়বড়ে বাঁশের সাঁকো, আর তাতেই ঘটল বিপত্তি। ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে বাঁশের সেতু থেকে পা পিছলে তলিয়ে গেল এক আট বছরের বালক। সোমবার দুপুর ৩টে নাগাদ ভরতপুর ১ ব্লকের রুহাগ্রামের কাছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নিঁখোজ শিশুটির নাম সূর্য্য মাঝি (৮)। সে রুহাগ্রামের দাদুর বাড়িতে থাকত।