ঘটনাটি গত ২০২৪ এ মহেশ নগরের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে বধূ নির্যাতনের অভিযোগ ছিল। আদালতের হাজিরা নির্দেশ অমান্য করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করে। এই ব্যক্তিকে নাকাশিপাড়া থানার পুলিশ বীরপুর থেকে গ্রেফতার করে আজ তাকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো।