দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের রামনাথপুর গ্রামে রাতের অন্ধকারে এক ব্যক্তির মোবাইল ফোন কেড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
রাতের অন্ধকারে এক ব্যক্তির মোবাইল ফোন কেড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাত আটটা নাগাদ ঘটকটি ঘটেছে দেগঙ্গা ব্লকের রামনাথপুর গ্রামে। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ দেগঙ্গা থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন কানাই দাস নামে ওই যুবক। কানাই দাস বলেন বুধবার রাত দশটা নাগাদ বাজার থেকে বাড়িতে ফিরছিলাম পথে অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।