উদয়পুর: উদয়পুর বদরমুকাম এলাকায় সেন্টু দাস এর নেতৃত্বে ৪-৫ জন যুবক তিন যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, থানাতে মামলা
Udaipur, Gomati | Sep 29, 2025 উদয়পুর বদরমুকাম এলাকায় সেন্টু দাস এর নেতৃত্বে ৪-৫ জন যুবক তিন যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহতরা বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাছাড়া আহত সৌমেন দাস এর পিতা উদয়পুর আর কে পুর থানায় অভিযোগ দায়ের করে সেন্টু দেশের বিরুদ্ধে।