ভাতার: ভাতারের মাদপুর এলাকা থেকে ২৫ লিটার চোলায় মদসহ গ্রেপ্তার এক
ভাতারের মাদপুর এলাকা থেকে ২৫ লিটার চোলায় মদসহ গ্রেপ্তার এক, সোমবার একটা চল্লিশ মিনিটে তাকে পাঠানো হলো বর্ধমান আদালতে। ভাতারের মাদপুর এলাকায় রম রোমিয়ে চলছে চোলায় মদের কারবার। গতকাল রাত্রে পুলিশ হানা দিয়ে এক চোলায় কারবারি কে গ্রেফতার করে। তার নাম বিভুতী দাস, বাড়ি মাদপুর গ্রামে, তার কাছ থেকে ২৫ লিটার চোলায় মদ উদ্ধার করে পুলিশ । আজ অর্থাৎ সোমবার তাকে পাঠানো হলো বর্ধমান আদালতে ।