মেমারি ১: মেমারিতে পিকআপ ভ্যানের সাথে টোটোর ধাক্কা, আহত টোটো ড্রাইভার সহ ৪ যাত্রী
রবিবার সন্ধ্যা আনুমানিক ৬ টা নাগাদ মেমারি তাতারপুর পীর বাবার মাজার সংলগ্ন এলাকায় জিটি রোডে একটি বোলেরো পিকআপ ভ্যানের সাথে টোটোর ধাক্কায় আহত হয় টোটো ড্রাইভার সহ ৪ যাত্রী। প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় টোটোটি মেমারি বামুনপাড়া মোড় থেকে নিমোর দিকে যাচ্ছিলো যাত্রী নিয়ে অপরদিকে নিমোর দিক থেকে মেমারির দিকে আসছিলো একটি বোলেরো পিকআপ ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি টোটোটিকে ধাক্কা মেরে চলে যায়।