করবুক: করবুক বিধানসভা কেন্দ্রের ঘোরাকাপ্পা বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে ভোট চোর গদি ছোড় স্লোগান কে সামনে রেখে সভা
Karbuk, Gomati | Sep 12, 2025 আজ ১২ ই অগাষ্ট করবুক বিধানসভা কেন্দ্রের ঘোরাকাপ্পা বাজারে ব্লক কংগ্রেসের উদ্যোগে "ভোট চোর গদি ছোড়" স্লোগান কে সামনে রেখে মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান, ব্লক কংগ্রেস সভাপতি কেজরী মগ। সভায় তিপ্রা মথা, বিজেপি ছেড়ে ২৫ পরিবারের ৭৫ ভোটার দলত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করে নেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ সম্পাদক কমল দেওয়ান।