বনগাঁ: মহা সপ্তমীতে পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি
এবছরের ৯০ তম বর্ষে পা দিল।এবারে পূজোর থিম আলোকের স্পর্শ ।
মহা সপ্তমীতে পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি এবছরের ৯০ তম বর্ষে পা দিল।এবারে পূজোর থিম আলোকের স্পর্শ । বহু মানুষ এই পূজা মণ্ডপে ভিড় জমাচ্ছে সপ্তমীর বিকেল থেকে ।