দেগঙ্গা: দেগঙ্গা ব্লক ভূমি সংস্কার দফতরে ঘুঘুর বাসা ভাঙতে ডেপুটেশনের সমর্থনে পথসভা সারা ভারত কৃষক সভার
জমি হাঙ্গরদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও দেগঙ্গা বি এল এন্ড এল আর ও অফিসে ঘুঘুর বাসা ভাঙতে ডেপুটেশনের সমর্থনে পথসভা করল সারা ভারত কৃষক সবার দেগঙ্গা ব্লক কমিটি। সোমবার দেগঙ্গা ব্লকের বেলিয়াঘাটা বাজারে বিকেল তিনটে থেকে পথসভা শুরু হয়। শেষ হয় রাত আটটা নাগাদ। এদিনের পথসভায় বক্তব্য রাখেন সিপিএমের নেতা ইমতিয়াজ হোসেন মুকুল, নারায়ণ চক্রবর্তী, দেবাশীষ মৈত্র সহ অন্যান্যরা।