মেখলিগঞ্জ: মদের ভাটখানা নির্মান কাজ আটকে দিলেন গ্রামের মহিলারা, উতপ্ত পরিস্থিতি কুচলিবাড়িতে
মদের ভাটখানা নির্মান কাজ আটকে দিলেন গ্রামের মহিলারা। রবিবার বিকেলে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেখানেই বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। জানা যায়, নতুন করে একটি ভাটিখানা নির্মানের কাজ শুরু করার উদ্দেশ্যে ঘর নির্মানের কাজ শুরু হয়েছে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ১১২ উপনচৌকি এলাকায়। গ্রামবাসীদের বাঁধা উড়িয়ে এদিন বিকেলে কাজ করার সিধান্ত নেয় ভাটিখানার মালিক কর্তৃপক্ষ। কাজ শুরু হতেই ঘটনাস্থলে আসে মহিলারা। কাজ বন্ধ করাতেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।