মোহনপুর: মন্দির উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে ক্ষোভ প্রকাশ বিধানসভায় একাধিক বিধায়কের, জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
কেবলমাত্র পুজো দেওয়ার জন্যই ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।মঙ্গলবার বিধানসভায় তিপ্রা মথা বিধায়ক পাঠানলাল জমাতিয়া এবং বিশ্বজিৎ কলয় একই প্রশ্ন উত্থাপন করেন।তারা জানান, যার নামে পুজো হয় তাকেই মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হলনা।