কাটোয়া ২: ৯২ বছরে পদার্পণ দাঁইহাট এর কাঁসারী বাড়ির দূর্গা পুজো, কুমারী পুজো, চণ্ডীপাঠ ও হোম-যজ্ঞের মধ্যে দিয়ে নবমী পূজার সমার্পণ
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার দাঁইহাটের কাঁসারি বাড়ির দূর্গা পুজো এ বছর পদার্পণ করল ৯২তম বর্ষে। দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ এই পুজোর সূচনা করেছিলেন বাড়ির গৃহবধূ শরৎবাসীনি দাস। আজও সেই রীতি ও বিশ্বাসকে বুকে ধারণ করে প্রতিবছর মহালয়ার আগেই দেবী মূর্তির মুক্তি সম্পন্ন করার বিশেষ আচার মানা হয়।কথিত আছে, একবার সময় মতো প্রতিমা নির্মাণ না হওয়ায় মহালয়ার রাতেই দেবী স্বপ্নাদেশ দেন। সেই বছরও মহালয়ার রাতেই প্রতিমার মুক্তি সম্পন্ন করা হয়।