নারায়ণগড়: বেলদাতে বিধায়ক এর উদ্যোগে শারদ সম্মান প্রদান করা হলো দুর্গা পুজো কমিটি গুলোকে
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টর উদ্যোগে বিধানসভার অন্তর্গত দুর্গাপুজো কমিটি গুলো কে নিয়ে শারদ সম্মান অনুষ্ঠান আয়োজন করা হলো। প্রতিটি ক্লাবে ঘুরে ঘুরে পুজো মণ্ডপ প্রতিমা দর্শন করে শারদ সম্মানে বিচার করা হয়। বুধবার ক্লাবগুলির হাতে শারদ সম্মান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিধায়ক সুজয় হাজরা বিক্রমচন্দ্র প্রধান সহ অন্যান্যরা।