পাথরপ্রতিমা: গভীর রাতে ট্রলারের মধ্যে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হলেন পাথরপ্রতিমার এক মৎস্যজীবী, তদন্তে পুলিশ
পাথরপ্রতিমা থেকে ১টি মৎস্যজীবী ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়,সেই ট্রলারে ১৪ জন মৎস্যজীবী ছিলেন,গতকাল অর্থাৎ ৩০ অক্টোবর গভীর রাতে ট্রলারের মধ্যে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হন ১ মৎস্যজীবী, এই আত্মঘাতী তা নিয়ে দ্বন্দ্বে সঙ্গী মৎস্যজীবীরা,পাথরপ্রতিমা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে আজ অর্থাৎ ৩১ শে অক্টোবর ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠায়