ভগবানগোলা ২: রানীতলা থানার সাফল্য: বিরল কচ্ছপ উদ্ধার, বনদপ্তরের হাতে তুলে দিল পুলিশ
রানীতলা, মুর্শিদাবাদ — রানীতলা থানার উদ্যোগে আবারও এক বিরল সাফল্যের নজির তৈরি হলো। সোমবার দুপুরে জাফরের মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ ভিড় জমতে দেখে ঘটনাস্থলে পৌঁছে যায় ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষের নেতৃত্বাধীন টহলরত পুলিশ ভ্যান। তল্লাশি চালিয়ে ভিড়ের মধ্যে থেকে উদ্ধার হয় এক বিরল প্রজাতির প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো জীবিত কচ্ছপ। সঙ্গে সঙ্গেই পুলিশ সেটিকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বনদপ্তরকে খবর দেওয়া হলে সংশ্লিষ্ট আধিকারিকরা এসে কচ্ছপটিকে নিজেদের হেফা