দুবরাজপুর: রাজনৈতিক প্রভাবের ছাপ! চিনপাই গ্রামে রেশন ডিলারের লাইসেন্স নিয়ে তুলকালাম, পঞ্চায়েতে গ্রামবাসীর বিক্ষোভ
দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে রেশন ডিলারের লাইসেন্স বাতিলের দাবিতে সোমবার দুপুর সাড়ে তিনটা নাগাদ পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় রেশন গ্রাহকেরা। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নথিপত্র গোপন রেখে বিশালপুরের সরকারি কন্ট্রাক্টর সেখ সালামত বেআইনিভাবে নতুন রেশন ডিলারের লাইসেন্স পেয়েছেন। গ্রামবাসীদের দাবি, যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করে দূরে নতুন রেশন দোকান হওয়ায় তাদের ভোগান্তি বাড়ছে। অবিলম্বে তদন্ত ও লাইসেন্স বাতিলের আর্জি জানিয়েছেন।