পুরাতন মালদা: প্রধানমন্ত্রীর জন্ম দিনে মৌলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে মুমূর্ষ রোগীদের মধ্যে ফল প্রদান উপস্থিত সাংসদ এবং বিধায়ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্ম জয়ন্তী উপলক্ষে বুধবার বিকেল চারটে নাগাদ পুরাতন মালদার মৌলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ফল প্রদান করলেন সাংসদ এবং বিধায়ক খগেন মুর্মু এবং গোপাল চন্দ্র সাহা। উল্লেখ্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর ৭৫তম জন্মদিন, তারই অঙ্গ হিসেবে বিভিন্ন সেবাপক্ষ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। আজ সকাল থেকে নানা ধরনের কর্মসূচি থেকে শুরু করে আজ মৌলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দুস্থরোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। মোদিজীর দীর্ঘায়ু কামনা