মেমারি ১: দেবীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী
বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলে ভয়াবহ বাইক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বুধবার আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ, দেবীপুর অঞ্চলের দেবীপুরের দিক থেকে সাতগাছিয়া অভিমুখে একটি বাইক যাবার সময় সজোরে জোচৈতন্য ব্রিজে ধাক্কা মারে। রাস্তার ওপর ছিটকে পড়ে বাইকে থাকা দুই আরোহী। জখম দুই বাইক আরোহী কে উদ্ধার করে স্থানীয়রা ।মেমারি থানায় খবর দেওয়া হয়।