রবিবার দুপুরে মেমারি থানার পুলিশ হারিয়ে যাওয়া এক নাবালক ছেলেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হল। পুলিশসূত্রে জানা যায় শনিবার বিকালে মেমারি রেলস্টেশন সংলগ্ন এলাকায় এক নাবালক ছেলেকে দিশাহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে মেমারি থানার এস আই সাবির আলি। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর জানা যায় সে বাড়ি থেকে পালিয়ে এসেছে।